BY- Aajtak Bangla
13 May 2024
নতুন দিন মানেই নতুন আশা, আকাঙ্খা। তবে আশা করলেই তো হবে না। কতগুলো নিয়মও মেনে চলতে হবে। তবেই সাফল্য আসবে। দিন ভালো যাবে।
ঘুম থেকে উঠে কোন পা মাটিতে প্রথম রাখবেন তার উপর নির্ভর করছে আপনার দিন কেমন যাবে। জ্যোতিষ মতে, এক একদিনে এক একটি পা মাটিতে রাখতে হয়। তবেই দিন ভালো যাবে।
জ্যোতিষমতে, সোম, বুধ ও শুক্রবার ঘুম থেকে উঠে বাম পা মাটিতে প্রথম ফেলতে হয়। মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার ঘুম থেকে উঠে ডান পা মাটিতে রাখা উচিত।
তবে শুধু ঠিক পা রাখলেই হবে না। ঘুম থেকে উঠে হাতের তালুর দিকেও তাকাতে হবে। তবে ভাগ্যদেবী প্রসন্ন হবেন। . .
জ্যোতিষমতে, বাড়ির মেন গেট থেকে বেরোনোর সময় ডান পা সবসময় আগে রাখা দরকার। তাহলে বাইরে যে কাজে যাবেন সেই কাজ সফল হবে।
শুভ কাজে বেরোনোর আগে মিষ্টিমুখ করুন। কপালে দই ও চিনির ফোঁটাও নিতে পারেন। তাহলে তা শুভ। ।
জ্যোতিষ মতে, সকালে ঘুম থেকে উঠে কখনও এঁটো বাসন দেখবেন না। দেখা খুব অশুভ বলে মনে করা হয়। এঁটো বাসনকে নেতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয়।
ঘুম থেকে উঠে ভাঙা আয়নাতে মুখ দেখবেন না। তাতে দিন খারাপ যাবে। সকালে ঘুম থেকে উঠে নিজের ছায়াও দেখবেন না। তাহলে দিন খারাপ যাবে।