BY- Aajtak Bangla
11 JULY, 2024
কলা গাছের প্রায় প্রতিটি অংশই খাওয়া হয়। যা, শুধু স্বাদে ভাল না। পুষ্টিগুণেও ভরপুর।
কলার থোড় খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় সকলের জানা। তবে কলার থোড়ের রস অনেকেই খায় না।
তবে এই রস খেলেই মিলবে উপকার। জানুন গুণাগুণ...
ডায়াবেটিস রোগীদের জন্য একেবারে আদর্শ এই রস।
এই রস খেলে শরীর থেকে বিভিন্ন বিষাক্ত উপাদান বেরিয়ে যায়।
এই রসের সঙ্গে এলাচ মিশিয়ে খেলে মূত্রনালীর রোগের সমাধান পাওয়া যায়।
গলব্লাডার স্টোন থেকে বাঁচতে লেবুর রস দিয়ে খেতে পারেন থোড়ের রস।
শরীরের ওজন কমাতে, হজম ঠিক রাখতে এই রস খুবই উপকারী।
কোলেস্টেরল, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও কলার থোড়ের রস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।