BY- Aajtak Bangla
25th January, 2025
শীত হোক বা গরমকাল পারফিউম বা ডিওডোরেন্ট লাগাতে অনেকেই ভোলেন না।
সুন্দর সুগন্ধী সারা গায়ে লেগে থাকবে আর তা আপনাকে ভাল অনুভূতি দেবে।
কিন্তু অনেক পারফিউমের গন্ধই দীর্ঘক্ষণ থাকে না শরীরে। আপনাকে বার বার লাগাতে হয়।
কিন্তু এটা কি পারফিউমের দোষ? কেন পারফিউমের গন্ধ চলে যায়? আসলে সঠিক উপায়ে পারফিউম ব্যবহার করি না আমরা।
শরীরের বেশ কয়েকটি অংশ রয়েছে, যেখানে কোনও ব্যক্তি পারফিউম ব্যবহার করলে তার সুগন্ধ দীর্ঘক্ষণ টিকে থাকে।
কোনও ব্যক্তি কনুইয়ে পারফিউম লাগালে, তা থেকে দীর্ঘক্ষণ সুগন্ধ ছড়ায়। শরীরে অন্য জায়গার থেকে এখানে উষ্ণতা বেশি। ফলে সুগন্ধ ছড়ায় বেশি।
গলার পাশে বা ঘাড়ের দিকে পারফিউম ব্যবহার করেন অনেকে। শরীরের এই স্থানে পারফিউম লাগালে সুগন্ধ ছড়ায়।
হাতের কবজিতে পারফিউম স্প্রে করার পর কিছুক্ষণ তা শুকোতে দিতে পারেন। তা হলে এখান থেকে অনেকক্ষণ সুগন্ধ পাওয়া যায়।
অত্যন্ত স্পর্শকাতর জায়গা কানের লতি। গলার পাশাপাশি কানের পিছনের দিকে পারফিউম লাগালে তা দীর্ঘক্ষণ সুগন্ধ ছড়ায়।
পেটে পারফিউম লাগালে তা দীর্ঘক্ষণ টেকে। নাভির আশেপাশে উষ্ণতা বেশি। তাই সুগন্ধ ছড়ায় বেশি।