BY- Aajtak Bangla

ইলিশের এই অংশ সবচেয়ে সুস্বাদু, জেনে রাখুন

11 July 2025

বাঙালির অন্যতম প্রিয়  মাছ হল ইলিশ। 

ইলিশ

এমন সুস্বাদু মাছ পাতে পড়লে সকলে চেটেপুটে খান।

সুস্বাদু মাছ

ইলিশ মাছ বাঙালির কাছে একটা আবেগের মতো। রুপোলি শস্য তাই বড়ই প্রিয়।

রুপোলি শস্য

ইলিশ মাছ দিয়ে নানা পদ রান্না করা হয়। প্রতিটি পদই লোভনীয় হয় খেতে।

লোভনীয়

ইলিশ মাছের মাথা থেকে লেজ পুরো অংশটাই সুস্বাদু হয়। তবে তার মধ্যেও ইলিশ মাছের এই অংশের স্বাদ বেশি হয়। . .

স্বাদ

ইলিশ মাছের পেটের অংশটা সবচেয়ে বেশি সুস্বাদু হয় খেতে। তাই ইলিশের পেটের অংশটিই বেশি করে পরিবেশন করা হয়। . .

পেটের অংশ

আবার ইলিশের মাথা দিয়েও দারুণ দারুণ সব পদ রান্না করা হয়, যা খুবই টেস্টি হয়।

মাথা

ইলিশের লেজে সবচেয়ে বেশি কাঁটা থাকে। তাই অনেকেই লেজ খেতে চান না।

লেজ