BY- Aajtak Bangla
21 July 2024
রবিবার বা ছুটির দিন মানেই অনেকের কাছে লাল ঝোলওয়ালা খাসির মাংস আর ভাত।
অত দাম দিয়ে খাসির মাংস কেনার পর তা যদি খেয়ে তৃপ্তি না মেলে তাহলে গায়ে লাগে খুব।
খাসির মাংসের দোকানদারদের মতে, মাংসের ঝোলের জন্য সবথেকে উপযুক্ত জায়গা হল ছাগলের পায়ের উপরের অংশের মাংস৷ যা রান নামে পরিচিত।
এই জায়গাতে চর্বি খুব কম থাকে৷ সেদ্ধও হয় জলদি। বাড়ির দুপুরের তুলতুলে মাংসের ঝোল কিংবা কষা কারির জন্যেও এই মাংস আদর্শ।
খাসির মাংসের কোর্মা, বিরিয়ানির জন্য সবথেকে উপযুক্ত জায়গার মাংস মেলে পাঁজর থেকে। . .
বিরিয়ানি কোর্মার জন্য খাসির ব্রেস্টও খুব ভালো জায়গা। এখানকার মাংস দিয়েও ঝোল হয়। তবে মাংস সেদ্ধ হতে সময় লাগে। . .
খাসির মাংসের কাঁধের মাংসও নরম। ঝোলের জন্যও এই জায়গার মাংস খুব ভালো। এই অংশের মাংস ভালো সেদ্ধ হয়।
তাই মাংস কষা করতে বা ঝোল রান্না করতে খাসির কাঁধের মাংস ও রান কিনুন।
কষাইদের মতে, এই দুই জায়গার মাংস সবথেকে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং সবথেকে টেস্টি।