BY: Aajtak Bangla 

কাদের ডিম খাওয়া খুব বিপজ্জনক? 

9 MARCH 2023

ডিম অনেকের মনপসন্দ খাবার 

ডিম অনেকেরই প্রিয় খাবারের তালিকায় একেবারে উপরের দিকে থাকে। 

ডিম শরীরের জন্য খুবই উপকারী

ডিম পুষ্টিগুণে ভরপুর। এমনকী চুল থেকে ত্বকের চর্চাতেও ডিমের ভূমিকা অনবদ্য। 

কিছু মানুষের জন্য ক্ষতিকারক

কিছু মানুষের ভুল করেও ডিম খাওয়া উচিত না, নয়তো মারাত্মক ক্ষতি হতে পারে।

ডিম ধীরে ধীরে হজম হয়

হজমের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ভুল করেও ডিম খাওয়া উচিত নয়। 

কোলেস্টেরলের সমস্যা থাকলে

ডিমের কুসুম কোলেস্টেরলের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। 

হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থাকলে 

হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থাকলে ডিম খাওয়া এড়িয়ে চলা উচিত।

ডিমে স্যাচুরেটেড ফ্যাট থাকে

যাদের লিভার সংক্রান্ত কোনও সমস্যা আছে, তারা এড়িয়ে চলুন। 

অ্যালার্জি থাকলে ডিমে না

যাদের অ্যালার্জি আছে, তারা ডিম কম খান বা যতটা সম্ভব এড়িয়ে চলুন 

ওজন কমাতে চাইলে 

যাদের ওজন বেশি, তারা ডিম খাবেন না। আর খেলেও কুসুম বাদ দিয়ে, শুধুমাত্র সাদা অংশ খান। 

চিকিৎসকের সঙ্গে পরামর্শ 

 ডিম খুব প্রিয়, কিন্তু শারীরিক সমস্যা আছে? তাহলে পরামর্শ করুন চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে। 

সিদ্ধ, ভাজা, পোচ, হাফ বয়েল কিংবা রকমারি পদ, ডিম অনেকেরই প্রিয় খাবারের তালিকায় একেবারে উপরের দিকে থাকে। বলা যায়, ডিম পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই আছে। এটি রান্না করা যেমন সহজ, তেমন পুষ্টিগুণে ভরপুর। ডিম শরীরের জন্য খুবই উপকারী। এমনকী চুল থেকে ত্বকের চর্চাতেও ডিমের ভূমিকা অনবদ্য। তবে আপনি কি জানেন, আপনার ডিম খাওয়া ক্ষতিকারক না উপকারী? ডিম শরীরের উপকারের পাশাপাশি কিছু মানুষের জন্য ক্ষতিকারকও হতে পারে। কিছু মানুষের ভুল করেও ডিম খাওয়া উচিত নয়, নয়তো মারাত্মক ক্ষতি হতে পারে। জানুন কারা ডিম খাবেন না।