19 APRIL, 2025
BY- Aajtak Bangla
আচার্য চাণক্যের মতে, কয়েকটি গুণ দিয়েই চেনা যায় ভদ্রলোককে।
যার মধ্যে এই গুণগুলো আছে সে সবসময় সুখী। টাকাপয়সার সমস্যা কখনও হয় না।
চার গুণ সম্পন্ন ভদ্রলোক পৃথিবীতে দেবতার চেয়ে কম নয়। এমন একজন মানুষকে নিয়ে সবাই খুশি থাকে। কেউ অসম্মান করে না।
আচার্য চাণক্য বলেছেন, যিনি ধর্মের পথে থাকেন তিনি কখনও কষ্ট পান না।
ধর্ম মানে সত্যের পথে থাকা মানুষ সর্বদা সুখী থাকেন। ঈশ্বরের আশীর্বাদ থাকে তাঁর মাথায়।
চাণক্যের মতে, সর্বদা দান করেন যে ব্যক্তি তিনি কখনও কোনও সমস্যার সম্মুখীন হন না।
কখনও কটূ কথা বলেন না। মিষ্টি ও নম্র কথা বলা মানুষই সকলের সম্মান পান।
শাস্ত্রে বলা আছে, দান করলে মানুষের সম্পদ কমে না। বরং বৃদ্ধি পায়।
চাণক্যের মতে, মহৎ ব্যক্তিদের বিশেষত্ব হল তাঁদের শাস্ত্রের জ্ঞান থাকে।
যে ব্যক্তি শাস্ত্রের জ্ঞান রাখে সে কখনও ভুল পথে চলে না। সর্বদা ইতিবাচক জীবনযাপন করেন।