BY- Aajtak Bangla
02 AUGUST, 2024
বর্তমানে অনলাইন শপিং অ্য়াপের দৌলতে সাজগজের জিনিসপত্র কেনার চল বেড়েছে।
তবে রূপচর্চার জন্য ব্যবহৃত কিছু জিনিস ফ্রিজে রাখলে তা সহজে খারাপ হয় না এবং বেশি দিন চলে।
জানুন প্রসাধনী সামগ্রী সঠিকভাবে সংরক্ষণের উপায়। রইল টিপস...
টোনার কম-বেশি সবাই ব্যবহার করেন। এটি ফ্রিজে রাখা ভাল। বিশেষত ঠান্ডা টোনার দিয়ে মুখ পরিষ্কার করলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।
বিভিন্ন ধরনের ক্রিমও ফ্রিজে রাখতে পারেন। ঠান্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলা ভাব দূর করে।
জানলে অবাক হবেন, লিপস্টিকও ফ্রিজে রাখা যায়। এর ফলে লিপস্টিকে থাকা প্রাকৃতিক তেল ভাল থাকে ও আদ্র ভাব বজায় থাকে।
ত্বকের জন্য অ্যালোভেরা জেল খুবই ভাল। ঠান্ডা অ্যালোভেরা জেল ত্বকে লাগালে বিশেষ আরাম পাওয়া যায়।
এছাড়াও, নেলপলিশ ফ্রিজে রাখুন। বাইরে থাকলে নেলপলিশ জমাট বেঁধে যায়। ফ্রিজে নেলপলিশ রাখলে তা ভাল থাকে এবং নখেও থাকে বেশীদিন।