22 February, 2025

BY- Aajtak Bangla

ভারতের কোন জায়গার পুরুষ বেশি কন্ডোম ব্যবহার করেন?

জন্মহার নিয়ন্ত্রণ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। তা নিয়ন্ত্রণে বড় ভূমিকা কন্ডোমের। কত ভারতীয় কন্ডোম ব্যবহার করেন?

জাতীয় স্বাস্থ্য সমীক্ষা বলছে, ৯৪.৪% ভারতীয় পুরুষেরই না-পসন্দ কন্ডোম। 

তাঁরা কন্ডোম সম্পর্কে জানেন না, এমনটা নয়। ৯৭.৯% কন্ডোমের গুরুত্ব বোঝেন। ৯৪% কন্ডোমের ব্যবহার জানেন।

বিভিন্ন ফ্লেভারের কন্ডোম এলেও ব্যবহারে অনীহা ভারতীয় পুরুষদের। ভারতে ৯৫% বিবাহিতই কন্ডোম ব্যবহার করেন না।

কোন কোন রাজ্য পিছিয়ে? অন্ধ্রপ্রদেশে মাত্র ০.২% পুরুষ কন্ডোম ব্যবহার করেন।

এর পরে আছে তেলেঙ্গানা ০.৫%, তামিলনাড়ু ০.৮%, পুডুচেরি ০.৮% এবং বিহার ১%।    

কোন কোন রাজ্য এগিয়ে? কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে ২৭.৯% পুরুষ কন্ডোম ব্যবহার করেন।

দিল্লি ১৯%, পঞ্জাব ১৮.৯%, উত্তরাখণ্ড ১৬.১% এবং হিমাচলপ্রদেশ ১২.৭%।

রাষ্ট্রসঙ্ঘের ২০১৫-র রিপোর্ট বলছে, পাকিস্তানে ৯.৯%, মলদ্বীপে ১১.৭%, শ্রীলঙ্কায় ৬.১% ও চিনে ৮.৩% পুরুষ কন্ডোম ব্যবহার করেন।

শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণই নয়। বিভিন্ন রোগ এবং এইডস থেকে বাঁচায় কন্ডোম।