6 May, 2024

BY- Aajtak Bangla

এখনই সাবধান হোন, বাড়িতে এই ৪ গাছ লাগালেই সাপ ঢোকে

গাছ লাগানোর শখ অনেকের। তবে গাছ লাগানোর সময় কিছু বিষয় মাথায় রাখুন।

  গাছের কারণে ঘরে সাপ ঢুকতে পারে। এমন কিছু গাছ আছে যা সাপকে আকর্ষণ করে। আবার এমনও কিছু গাছ আছে যার গন্ধে সাপ পালিয়ে যায়।

লেমনগ্রাস, গরুড় গাছ এবং সর্পগন্ধা লাগান। এই সব গাছের গন্ধে সাপ পালিয়ে যায়। আর কী গাছ বিপদ বাড়ায়?  

লেবু গাছ- বাড়িতে লেবু গাছ লাগাবেন না। লেবু পোকামাকড়, ইঁদুর বা পাখি খেয়ে থাকে। 

এই গাছে পাখিরা ছাউনি তৈরি করে। সাপ এখানে শিকার করতে আসে। 

জুঁই- শান্তি, ইতিবাচকতা এবং সুগন্ধের জন্য অনেকেই ঘরে জুঁই গাছ লাগান। 

এই ফুল গাছের সুবাসে সাপ বাস করতে পছন্দ করে। জুঁই গাছ থাকলে সাপ আসে ঘরে।

সাইপ্রেস গাছ- এটি দারুণ শোভাময়। এর পাতা সূক্ষ্ম ও ঝোপঝাড়। 

এই ধরনের পাতা থাকার কারণে সাপ সহজেই লুকিয়ে থাকে। তাই এই গাছ লাগালে সাবধান হোন।

চন্দন গাছ- চন্দন গাছের খুব শক্তিশালী সুবাস। সাপ এই গাছে আশ্রয় নিতে পছন্দ করে।