BY- Aajtak Bangla
16 January 2025
মোবাইলের ওয়াল পেপার কেমন রাখছেন তার উপরও নির্ভর করে আপনার ভাগ্য কেমন যাবে।
আপনি জীবনে কেমন উন্নতি চান তার উপর নির্ভর করছে মোবাইলের ওয়াল পেপার কেমন রাখা উচিত।
যদি জীবনে শান্তি চান তাহলে মোবাইলে ধ্যান করার বা যোগ মুদ্রার ছবি রাখতে পারেন।
বিয়েতে বাধা দূর করতে চাইলে ফুলের ছবি রাখতে পারেন। বিশেষ করে গোলাপের। ।
যদি আর্থিক অনটন দূর করতে চান তাহলে দেবতার ছবি রাখুন মোবাইলে। .
আপনি যে দেবতাকে বেশি ভালোবাসেন তার ছবি ওয়ালপেপারে ব্যবহার করতে পারেন। তাতে ভালো ফল পাবেন। . .
অনেকে পরিশ্রম করেও পদোন্নতি করতে পারেন না। সেক্ষেত্রে প্রাকৃতিক দৃশ্যের ছবি ব্যবহার করতে পারেন। . .
যেমন জঙ্গল, পশু, পাখির ছবি যদি ওয়ালপেপারে রাখেন তাহলে উন্নতি হবে।
উন্নতি লাভের জন্য সিঁড়ি বা মই বেয়ে উঠছেন এমন ছবি রাখলে ভালো ফল পাবেন।