3 April, 2025

BY- Aajtak Bangla

বাচ্চাকে মানুষ করতে মায়েদের এই ৯ জিনিস জানতেই হবে

সন্তানকে সহবত শেখানো থেকে আদর্শ মানুষ করে তোলেন মা। সন্তানকে মানুষ করার জন্য মাকে শিখতেই হবে ৯ গুণ। 

ধৈর্য- ছোট বাচ্চারা রাগী, একগুঁয়ে ও ভুলভ্রান্তি করে। মাকে ধৈর্য না হারিয়ে সহবত শেখাতে হবে।

আত্মবিশ্বাস- নিজেকে বিশ্বাস করতে শিখুন। সন্তানকে বড় করার সময় নিজের 

অন্যের কথায় নয়- অনেক মানুষ পরামর্শ দেবেন। তবে সন্তানের হয়ে সেরা সিদ্ধান্ত নেন মা-ই। তাই নিজে সিদ্ধান্ত নিন।   

নিজের যত্ন- সন্তানের সঙ্গে নিজের যত্নও নিন। শখপূরণ করুন। এতে আপনি নিজে আনন্দে থাকবেন। ভাল থাকবে সন্তান।

সাহায্য চাওয়া- সন্তানকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়লে সাবধান হোন। 

ভুল থেকে শিক্ষা- পৃথিবীতে কেউই নিখুঁত নয়। আপনিও অভিভাবকত্বে ভুল করতে পারেন। এগুলিকে মনের মধ্যে নেবেন না।

সন্তানের বন্ধুদের দিকেও নজর- সন্তানদের ভালো সঙ্গ দেওয়া মায়ের কর্তব্য। কার সঙ্গে সে মিশছে সেটা খেয়াল রাখুন।

খুব বেশি কঠোর হবেন না - সন্তানকে খুব বেশি শৃঙ্খলে বাঁধবেন না। নমনীয় হোন। ও খুশি থাকবে। 

সন্তানকে শর্ত নয়- কোনও কাজ করানোর জন্য সন্তানকে প্রলোভন দেবেন না। তাকে লোভী করে তুলবে।