30 March, 2025
BY- Aajtak Bangla
বাইক থামানোর জন্য ব্রেকের ব্যবহার হয়। সঙ্গে ক্লাচও চাপেন অনেকে।
বেশিরভাগ মানুষ ক্লাচ চাপার পর ব্রেক কষেন।
৯০ শতাংশ লোক জানেনই না, বাইক থামাতে আগে ব্রেক নাকি ক্লাচ চাপবেন?
এটা নির্ভর করে পরিস্থিতির উপর। কী রকম?
বাইক চালক কোথায় ও কেন ব্রেক ধরছেন, ব্রেক চাপার সময় বাইকের গতি কত, কোন গিয়ারে আছে
১। বাইক চালক যানজটে আটকে পড়েছেন বা কোনও প্রাণী বা মানুষ চলে এসেছে- প্রথমে ক্লাচ ও তার পর ব্রেক ধরতে হবে। বাইক থামাবে, অথচ পুরোপুরি বন্ধও হবে না।
২। বাইকের প্রচণ্ড গতি কমাতে হলে ব্রেকে চাপুন। ক্লাচ দিয়ে গিয়ারটি ডাউন শিফ্ট করুন।
৩। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি ১০ কিলোমিটারে নামাতে ক্লাচে চাপ দেবেন না। অল্প অল্প ব্রেক চিপুন। গিয়ার কমিয়ে থ্রটল নিয়ন্ত্রণ করুন। আলু
৪। জনবহুল এলাকায় বা হাইওয়েতে হঠাৎ বাইক থামাতে হলে একই সঙ্গে ক্লাচ এবং ব্রেক কষুন।