16 MARCH, 2025
BY- Aajtak Bangla
সাদা পোশাক অনেক ছেলে-মেয়ে পরতে ভালোবাসে। শীত হোক বা গ্রীষ্ম, সাদা পোশাক পরতে স্বাচ্ছ্বন্দ্য বোদ করে তারা।
যারা সাদা পোশাক ভালোবাসে তাদের চরিত্র কেমন হয়? আসুন জানি। যারা সাদা পোশাক পরে তারা সৎ হয়ে থাকেন। সব সময় নিজেকে নিখুঁত রাখতে চান।
সাদা পোশাক পরা ব্যক্তিরা সব সময় স্বাধীনচেতা হয়ে থাকে। এরা অন্যের ব্যাপারে তেমন হস্তক্ষেপ করতে পছন্দ করে না। একইভাবে তাদের ব্যাপারে কেউ হস্তক্ষেপ করুক সেটাও চায় না।
এরা খুব স্পর্শকাতর গোছের হয়ে থাকে। অত্যাধিক সেন্সিবল হওয়ার কারণে কেউ কোনও ভুল কথা বললে মেনে নিতে পারে না।
এরা সাধারণত প্রতিবাদী হয় না। তবে খুব বেশি অন্যায় হলে রুখে দাঁড়ায়। কোনও কোনও সময় সেজন্য হেনস্থার শিকারও হতে হয়।
এদের চরিত্রের একটি বিশেষ দিক হল, রাগ থাকে না। কোনও কারণে হঠাৎ রাগ হলেও তা গলে জল হয়ে যেতে বেশি সময় লাগে না।
সাদা পোশাক পরা ছেলে-মেয়েরা খুব ইতিবাচক হয়ে থাকে। তারা সদর্থক ভাবনা নিয়ে চলে।
সাদা পোশাক পছন্দ করা ছেলে-মেয়েরা মানসিকভাবে খুব শক্তিশালী হয়ে থাকে। এরা ভেঙে পড়লেও বারবার ঘুড়ে দাঁড়ায়।
এই ছেলে-মেয়েরা খুব সৎ হয়ে থাকে। সৎ পথে টাকা উপার্জনে বিশ্বাসী। দান-ধ্যানে বিশ্বাস রাখে। ঈশ্বরের প্রতি এরা নিবেদিত থাকে।