18 July, 2024
BY- Aajtak Bangla
বয়স ৩০ পেরোতে না পেরোতেই চুলে পাক ধরার সমস্যা লাফিয়ে বাড়ছে৷ তাই হয় কম বয়সে তারা চুল রং করান আর নয়তো ডাই করান।
মনে রাখবেন চুলের জন্য কোনও রংই ভালো নয়। তাই ওপর থেকে চুলে রং না চড়িয়ে ভিতর থেকে আতে কালো চুল গজায় তার প্রস্তুতি করুন।
এর জন্য কাজে লাগান ঝিঙের তেল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
চুল পেকে গেলে ঝিঙের তেল ব্যবহার করতে পারেন৷ এতে চুল কালো হয়, চুল পড়া এবং খুশকির সমস্যাও থাকে না।
সপ্তাহে তিনদিন ঝিঙের তেল ব্যবহার করতে পারলে তবেই লাভ পাবেন।
কিন্তু কীভাবে বানাবেন ঝিঙের তেল?
প্রথমে লোহার কড়াইতে হাফ কাপ সর্ষের তেল দিন, তাতে ঝিঙে ও খোসা তেলে দিয়ে দিন। ঝিঙে নরম হলে ওর মধ্যে এক চামচ মেথি ও ফ্ল্যাক্স সিড মেশান। তারপর ভাল করে ভেজে নিন, যতক্ষণ না ঝিঙে কালো হয়ে যাবে৷
তারপর ঠান্ডা হলে তেল ছেঁকে নিয়ে সপ্তাহে তিনদিন নিয়ম করে রাতে ঘুমনোর আগে চুলের গোড়ায় লাগান৷ পরদিন শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলতে পারেন৷
এটি কয়েক মাস করলেই অভূতপূর্ব উপকার পাবেন।