11 September, 2024

BY- Aajtak Bangla

চুল পাকে কেন? অনেক শিক্ষিত লোকই জানে না 

চুল পাকে কেন? অনেক শিক্ষিত লোকই জানে না 

খুব অল্প বয়সে চুল পাকে অনেকের। চুল সাদা হয়ে যায়। চুল কালো করার জন্য শ্যাম্পু বা তেল ব্যবহার করতে হয় তখন। 

কিন্তু অল্প বয়সে চুল কেন পাকে সেই কারণ জানা আছে? আসুন জেনে নিই।

চুলে  রাসায়নিক রং, হেয়ার ডাই, শ্যাম্পু ইত্যাদি বেশি পরিমাণে ব্যবহার করলে চুল পাকে।

জিনগত সমস্যার কারণেও চুল সাদা হয়ে যায়। অনেক বাড়ির ছেলে মেয়েদের অল্প বয়সে চুল পাকতে থাকে। জিনের সেই ধারা চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে।

কতগুলো বদ অভ্যাসের কারণেও কালো চুল সাদা হয়ে যায়। তার মধ্যে রয়েছে অতিরিক্ত মদ্যপান, ধূমপান ইত্যাদি। 

দূষিত পরিবেশের মধ্যে থাকাও চুল পাকার অন্যতম কারণ। পরিবেশ দূষিত হলে চুল পড়েও যায়।

মেয়েদের মেনোপজের কারণেও চুলের সমস্যা দেখা দিতে পারে। মেনোপজ নিয়মিত না হলে চুল পড়ার সমস্যা আসে।

পেটের নানা সমস্যা চুল সাদা হওয়ার আর একটি কারণ। গ্যাস-অম্বল হতে থাকলে চুল পাকে। সাদা হয়। 

পেইন কিলার, অ্যান্টিবায়োটিক ইত্যাদি বেশি করে খেলে চুল সাদা হয়ে যায় দ্রুত। সেজন্য ওষুধ কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়।