BY- Aajtak Bangla
05 December, 2023
দাঁতে হলদে ভাব থাকে অনেকের। ব্রাশ করলেও যায় না।
তবে ঘরোয়া টোটকাতেই দাঁতের হলদে ও কালচে দাগ দূর হবে নিমেষে।
দাঁত ঝকঝকে করতে ব্যবহার করুন কমলালেবুর খোসা।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কমলালেবুর খোসা দাঁতে ঘষুন।
তাহলে দাঁত হবে সাদা, মাড়ি হবে মজবুত।
এছাড়াও যে কোনও লেবুর রস দিয়ে দাঁত মাজতে পারেন।
সেক্ষেত্রে লেবুর রসের সঙ্গে নুন মেশাতে পারেন।
এছাড়াও দাঁত সাদা করতে বেকিং পাউডার বেশ কার্যকর।
ব্রাশে টুথপেস্ট নিয়ে বেকিং পাওডার দিয়ে মাজতে হবে।