BY- Aajtak Bangla

আপনি কি সিগমা পুরুষ? মেয়েরা টপাটপ এঁদেরই প্রেমে পড়েন

13 April  2024

পুরুষ কয়প্রকার? এই প্রশ্নে আপনি নিশ্চয়ই চোখ-মুখ বাঁকাচ্ছেন! ভাবছেন এ আবার কেমন কথা!

পৃথিবীতে কত কী-ই না ঘটে। আর সেসব জানলে বিস্ময় হতে হয় বৈকি। এখন প্রশ্নটা হল পুরুষেরও কি বিভিন্ন প্রকারভেদ রয়েছে? আলবাত আছে।

আসলে পুরুষদের আচরণ এবং স্বভাবের উপর ভিত্তি করে নানা প্রকারভেড করা হয়েছে। যেমন, আলফা, বিটা, ওমেডা, সিগমা।

এঁদের মধ্যে সিগমা পুরুষ যাঁরা হন, তাঁদের স্বভাব মহিলারা আবার একটু বেশিই পছন্দ করেন। . ।

কিন্তু এই সিগমা পুরুষ কারা? কেন তাঁদের পছন্দ করেন মহিলারা? জেনে নিন...

সিগমা পুরুষরা হলেন সেই সব পুরুষ, যাঁরা আত্মবিশ্বাসী এবং সাবলম্বী। তাঁদের নিজস্ব বিচারবোধ থাকে। পুরুষের এই গুণটা মেয়েদের আকৃষ্ট করে।

তবে সিগমা পুরুষরা নিজের জগতে থাকতে ভালবাসেন। খুব একটা মেলামেশা করেন না। তাই এঁদের বন্ধু খুব লিমিটেড হয়।

সিগমা পুরুষরা স্বভাবে শান্ত হন। অল্পেতে রেগে যান না। মাথায় বুদ্ধি রেখে কাজ করেন।  

সিগমা পুরুষরা কিন্তু অন্তর্মুখী হন। মেয়েদের দিকে খুব একটা তাকান না।