08 MAY 2025

BY- Aajtak Bangla

রবীন্দ্রনাথকে 'কবিগুরু' উপাধি কে দিয়েছিলেন? ৯৯% বাঙালির অজানা

কবিগুরু নামে বিশ্বজুড়ে খ্যাতি রবীন্দ্রনাথ ঠাকুরের। 

যদিও তাঁর উপন্যাস, ছোটগল্প, গান একাধারে বিশ্বজুড়ে জনপ্রিয়।

মহাত্মা গান্ধী রবি ঠাকুরকে 'গুরুদেব' উপাধি দিয়েছিলেন।

রবি ঠাকুরকে 'বিশ্বকবি' উপাধি দেন ব্রহ্মবান্ধব উপ্যাধ্যায়।

কিন্তু জানেন কি 'কবিগুরু' উপাধি কে দিয়েছিলেন?

এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। যদি জানা না থাকে তবে জেনে রাখুন 'কবিগুরু' উপাধি কে দিয়েছিলেন? সমস্ত বাঙালিদের জেনে রাখা জরুরি।

ক্ষিতিমোহন সেন রবি ঠাকুরকে 'কবিগুরু' উপাধি দেন।

ক্ষিতিমোহন সেন ছিলেন একজন বাঙালি গবেষক, সংগ্রাহক এবং শিক্ষক। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

রবি ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর উপাধি দেন।