BY- Aajtak Bangla
29th September, 2024
আলফা নামটা শুনলেই মাথায় চলে আসে এমন এক ব্যক্তিত্বের ছবি যে সবেতেই ফিটফাট, কাজে-কর্মে এক নম্বর।
ভিড়ের মাঝেও আলফা পুরুষদের আলাদা করে চেনা যায়। এরা জন্মগত ভাবেই নেতৃত্ব দানের গুণাবলীর অধিকারী।
আলফা পুরুষদের অনুরাগীরাও তাঁকে মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করে। আর সেটা তাঁরা নিজেরাও উপভোগ করে।
আলফা ব্যক্তিত্বধারী পুরুষরা খুব সাহসী, উদ্যমী এবং আত্মবিশ্বাসী হয়।
এরা যেকোনো কিছুইতেই অন্যদের ছাপিয়ে যেতে চেষ্টা করে।
নিজের কাজ বা পরিকল্পনার শতভাগ ফলাফল বের করে নিয়ে আসতে বদ্ধপরিকর।
আলফা পুরুষদের ক্যারিশ্মা হয় একেবারে অন্যরকম। এদের প্রেমে পড়তে বাধ্য মেয়েরা।
আলফা পুরুষেরা যে কোনও কাজে খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকেন। যে কোনও কাজ সহজেই করে ফেলেন এঁরা।
এদের নেতিবাচক দিক হলো এঁরা কর্তৃত্ব ফলাতে চায় খুব। জনসমাজে অধিক চর্চিত ব্যক্তিরা প্রায়শই আলফা শ্রেণীভুক্ত হন।