1 February, 2025
BY- Aajtak Bangla
দেশের উন্নতিতে বড় ভূমিকা থাকে মধ্যবিত্তদের। অর্থনীতির শিরদাঁড়া বলা হয় এই শ্রেণিকে। ভারতেও মধ্যবিত্তই শ্রেণিই দেশকে এগিয়ে নিয়ে যায়।
প্রশ্ন হল, মধ্যবিত্ত কাদের বলা হবে? কতটা আয় হলে এখন মধ্যবিত্ত বলা যাবে?
এ দেশের মোট জনসংখ্যার ৩১%-ই মধ্যবিত্ত শ্রেণি। এটাই ২০৪৭ সালে বেড়ে হবে ৬১%।
বিশ্ব ব্যাঙ্ক বলছে, দিনে আড়াই ডলার বা ২০০ টাকার বেশি আয় হলে মধ্যবিত্ত। ভারতে এই হিসেব কত ঠিক করেছে সরকারি সংস্থা নীতি আয়োগ?
ভারতে মাসিক আয় ১ লক্ষের চেয়ে বেশি হলে উচ্চ মধ্যবিত্ত বলে ঠিক করেছে নীতি আয়োগ।
মাসিক আয় ২০ থেকে ৪০ হাজারের মধ্যে হলে বলা যাবে নিম্ন মধ্যবিত্ত।
আর মধ্যবিত্ত হতে হলে আয় হতে হবে মাসে ৪০ হাজার থেকে ১ লাখ। অর্থাৎ ভারতে ৪০ হাজারের বেশি মাসে আয় হলেই তিনি মধ্যবিত্ত।
মধ্যবিত্তদের মধ্যেও ভাগ আছে। চাকরিজীবী শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, ছোট ব্যবসায়ী ঐতিহ্যগত মধ্যবিত্ত এবং উদীয়মান মধ্যবিত্ত।
শহরের আর্থ-সামাজিক অবস্থা কথা মাথায় রেখে গোটা হিসেব করেছে কেন্দ্রের নীতি আয়োগ।
আবার পিপল্স রিসার্চ অন ইন্ডিয়াজ় কনজ়িউমার ইকোনমিক বলছে, ভারতে মাসে ১.০৯ লাখের বেশি ইনকাম হলেই তাকে মধ্যবিত্ত বলা যেতে পারে।