BY- Aajtak Bangla
03 FEb, 2025
আমাদের আশপাশে অনেক মেয়ে-মহিলাই থাকে, যাঁকে আমরা মনে মনে পছন্দ করি বা ভালবাসি। ।
আবার অনেকে এমন রয়েছে যারা আমাদের মনে মনে পছন্দ করে।
একটি মেয়ের মনের তল পাওয়া কঠিন। তাই তাকে কিছু ইঙ্গিত দেওয়ার আগে ভাল করে তাঁকে চেনা জরুরি।
আসুন আজকে জেনে নিই পছন্দের মানুষটির কোন ইঙ্গিত বা ইশারা দেখলে বুঝবেন যে সামনের মেয়েটি আপনাকে পছন্দ করে।
যদি মেয়েটি আপনার সঙ্গে কথা বলার অজুহাত খোঁজে, হোয়াটসঅ্যাপে জোকস বা ইমোজি পাঠায়, তাহলে বুঝতে হবে যে তিনি আপনার সঙ্গে কথা বলতে চাইছেন।
এর আরও একটি অর্থ হল যে মেয়েটি আপনার মনোযোগ চায়। সুতরাং আর পিছিয়ে না থেকে তাঁর সঙ্গে আলাপ করা শুরু করুন, দেখবেন আস্তে আস্তে সম্পর্ক এগোবে।
আপনার জন্মদিন, বা আপনার পরিবারের কারও বিশেষ দিনে আপনাকে যদি মনে করে উইশ করেন বা খোঁজ নেন, তাহলে বুঝবেন আপনার প্রতি তাঁর বিশেষ নজর আছে।
আপনাকে যদি কোনও মেয়ে পছন্দ করেন তাহলে তিনি আপনাকে স্পর্শ করারও অজুহাত খুঁজবেন। অর্থাৎ গল্পের ছলে আপনার চুল ঘেঁটে দিল, গালে কী লেগেছে বলে হাত দিল এমন।
যদি এমন হয় যে আপনি যাঁকে পছন্দ করছেন তিনি তাঁর পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলার সময় আপনার প্রসঙ্গ টানছেন তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি দুর্বল।
আপনি হয়তো এমন কিছু জোক করছেন যা বেশ প্রাপ্তবয়স্ক রসিকতা। আপনাকে পছন্দ না হলে গম্ভীর হয়ে যাবে। আর পছন্দ হলে প্রশ্রয়ের রাগ বা হাসি দুটোই হতে পারে। বুঝে নিন।
আপনি হয়তো এমন কিছু জোক করছেন যা বেশ প্রাপ্তবয়স্ক রসিকতা। আপনাকে পছন্দ না হলে গম্ভীর হয়ে যাবে। আর পছন্দ হলে প্রশ্রয়ের রাগ বা হাসি দুটোই হতে পারে। বুঝে নিন।