23 JAN, 2025
BY- Aajtak Bangla
এখনকার নতুন বাগানিরা ছাদবাগানে বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছ রাখছেন।
বাগানবিলাসকে গ্রাম বাংলায় কাগজফুল নামেও ডাকা হয়।
নানা রঙের বাগানবিলাস যে কোনও ছাদের গরিমা বদলে দিতে পারে। শীত, বসন্ত এমনকি সারা বছর বাগানে শোভা পায় ফুলটি।
বাগানবিলাসের ইংরেজি নাম Bougainvillea। এর বৈজ্ঞানিক নাম Bougainvillea spectabilis।
এই ফুল গাছটির আদি নিবাস দক্ষিণ আমেরিকা মহাদেশ।
ফরাসি আবিষ্কারক লুই অটোইন ডি বোগেনভিলিয়া'র নাম অনুসারে এ গাছের নামকরণ হয়েছে বোগেনভিলিয়া। তিনি ব্রাজিলের বনে এই উদ্ভিদটি প্রথম দেখেন।
তবে আপনারা কি জানেন বোগেনভিলিয়াকে বাগানবিলাস নাম কে রেখেছিলেন।
এই তথ্যটি অনেকেই জানেন না।
উইকিপিডিয়ায় পাওয়া তথ্য অনুসারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামকরণ করেন বাগান বিলাস। ফুলের রূপ রঙে কবি মুগ্ধ হলেও এর ইংরেজি নামটি তার মোটেও মনে ধরেনি। তখন তিনি মাধুরী মিশিয়ে এটির নাম দেন ‘বাগানবিলাস’।