14 NOV, 2024

BY- Aajtak Bangla

কথায় বলে 'হরি ঘোষের গোয়াল', জানেন এই হরি ঘোষ কে ছিলেন? 

কথায় বলে 'হরি ঘোষের গোয়াল'। অনেকেই কথার মধ্য়ে বাংলা এই প্রবাদ বাক্যটি ব্যবহার করেন।

কিন্তু আপনি কি জানেন এই হরি ঘোষ কে ছিলেন, আর তাঁর নাম গোয়ালের সঙ্গে জুড়ে গেল কীভাবে।

আসলে হরি ঘোষ নামে এই ব্যক্তির বাড়ি ছিল বাগবাজারের কাঁটাপুকুরে। হরি ধার্মিক ও দানশীল ব্যক্তি ছিলেন।

weight loss

চাকরিসূত্রে মুঙ্গের দুর্গের দেওয়ান হিসেবে তিনি বিপুল অর্থ উপার্জন করেছিলেন।

চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি কলকাতায় বাড়ি করেন।

বহু গরিব ছাত্র তাঁর ছত্র ছায়ায় আশ্রয় নিয়ে পড়াশোনা করেছেন।

বহু দিন দরিদ্র, আত্মীয়কে তাঁর বাড়িতে থাকার জায়গা করে দিতেন হরি।

তাঁর প্রশস্ত বৈঠক খানায় শত শত নিষ্কর্মা মানুষ বাস করতেন। তাই তাঁর বাসভবনকে বলা হত 'হরি ঘোষের গোয়াল।'

তাঁর বাড়ির সামনের রাস্তটির নাম এখনও হরি ঘোষ স্ট্রিট।