30 November 2023

BY- Aajtak Bangla

স্বাধীন ভারতে প্রথম ভোট কে দিয়েছিলেন? বলুন তো..

পৃথিবীর বিভিন্ন দেশে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়। ভারতেও প্রতি ৫ বছর অন্তর বিধানসভা ও লোকসভা নির্বাচন হয়।

স্বাধীন ভারতে প্রথম নির্বাচন হয়েছিল ১৯৫১ সালের ফেব্রুয়ারি মাসে।

সেই নির্বাচনের মাধ্যমেই সরকার গঠিত হয়। প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু।

দেশের বহু মানুষ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

তবে জানেন কি স্বাধীন ভারতে প্রথম নির্বাচনে প্রথম ভোটার কে ছিলেন?

স্বাধীন ভারতে প্রথম ভোট দিয়েছিলেন শ্যাম শরণ নেগি। তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা ছিলেন।

অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নেগি ২০২২ সালে মারা যান। তিনি শ্যাম মাস্টার নামেও পরিচিত ছিলেন।

২০২২ সালের নভেম্বরে হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে তিনি শেষবার ভোট দিয়েছিলেন।

শ্যাম শরণ নেগি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁর শেষ ভোট দিয়েছিলেন।