15 APRIL, 2025

BY- Aajtak Bangla

'লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে', জানেন এই ছড়াটি কে লিখেছেন? 

'লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে', ছোট থেকেই আমাদের এই ছড়া বলা হতো যাতে আমরা ভাল করে পড়াশোনা করি।

এর মানে মন দিয়ে পড়াশোনা করলে অনেক বড় হওয়া যায়। আজও এই ছড়াটি বাচ্চাদের বলা হয়।

তবে, বর্তমান প্রজন্মের অনেকেই বলতে পারবেন না বাংলা শিশু সাহিত্যের অতি প্রচলিত ওই রচয়িতার নাম।

আমরাও অনেকেই জানি না এই ছড়াটি কে লিখেছিলেন?

"লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে" এই উক্তিটি মদনমোহন তর্কালঙ্কার (১৮১৭-১৮৫৮) প্রথম বলেছিলেন।

মদনমোহন তর্কালঙ্কার বাংলা ভাষার শিক্ষাবিস্তারে যথেষ্ট শ্রম ব্যয় করেন। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন।

বাল্যশিক্ষার জন্য একাধিক পাঠ্যপুস্তক রচনা করেন। তিনি ছিলেন একজন শক্তিশালী ব্যক্তিত্ব যিনি শিক্ষা এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি সংস্কৃত কলেজের শিক্ষাগ্রহণ করেছিলেন, সেখানে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী ছিলেন। তিনি পরবর্তীতে কলকাতা প্রেসিডেন্সি কলেজের শিক্ষা গ্রহণ করেন।

তিনি ছিলেন 'হিন্দু বিধবা বিবাহ' প্রথার অন্যতম উদ্যোক্তা। ১৮৫৭ সালে প্রথম বিধবা বিবাহ হয়। ওই বিয়ের পাত্র শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবং পাত্রী ছিলেন কালীমতি। তাঁদের দুজনের সন্ধান ও যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যাপারে মদনমোহন তর্কালঙ্কার ছিলেন অন্যতম।