28 April 2025
BY- Aajtak Bangla
স্বামী-স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র। স্ত্রী-কে স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়ে থাকে।
তবে বর্তমান দিনে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি যেন অত্যন্ত কমন হয়ে দাঁড়িয়েছে।
কোনও কোনও ক্ষেত্রে তো অশান্তি এই পর্যায়ে পৌঁছয় স্বামীকে স্ত্রী-র উপর হাত তুলতেও দেখা যায়।
কিন্তু এমন পরিস্থিতিতে সন্তানের কী করণীয়? তা নিয়ে প্রয়োজনীয় টিপস দিয়েছেন স্বামী প্রেমানন্দ মহারাজ।
তাঁর মতে, কোনও পুরুষের স্ত্রীর প্রতি এমন ব্যবহার করা উচিত নয়।
প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, মা হল সন্তানের প্রথম গুরু। বাবা দ্বিতীয়।
সন্তান ছোটো হলে কিছু করার নেই। কিন্তু সে যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে তাঁর বাবা-কে বোঝানো দরকার। মায়ের পক্ষ নেওয়া উচিত।
সন্তানের উচিত সব সময় মা-বাবার সেবা করা। মা যেন কোনও সময় অসহায় বোধ না করে তা খেয়াল রাখা দরকার সন্তানের।