BY- Aajtak Bangla

নতুন ঘড়িতে ১০:১০ বেজে থাকে কেন? অনেক শিক্ষিতও জানেন না

19 SEPTEMBER, 2024

যখনই আমরা দোকানে নতুন ঘড়ি কিনতে যাই দেখি যে সবকটি ঘড়িতে একই সময় সেট করা রয়েছে। আর সেটা হল ১০:১০। কখনও ভেবে দেখেছেন যে কেন এই বিষয়টি ঘটে? 

১০:১০ হয়ে থাকার পিছনে অনেকে অনেকরকম কারণ বলে থাকেন। অনেকের অনেকরকম মত রয়েছে। জানুন কী কী কারণে এরকম ঘটে। 

প্রথম মিথটি হল যে, যিনি ঘড়ি আবিষ্কার করেছেন তিনি ১০:১০ এ মারা গিয়েছিলেন। তাই ঘড়িতে ১০:১০ সময়টি সেট করা থাকে। 

অনেকে মনে করেন যে যিনি ঘড়ি তৈরি করেছিলেন তিনি এই সময়ে জন্মগ্রহণ করেছিলেন। 

আরও একটি যুক্তি অনেকে দিয়ে থাকেন। প্রথম ঘড়ি নাকি আবিষ্কার হয়েছিল ১০:১০ এ। সেই কারণে ঘড়িতে ১০:১০ সময়টি দেওয়া থাকে। 

১০:১০ বাজলে সেটিকে অনেকটা ইংরাজির ‘ভি’-র মতো দেখতে লাগে। তাই সেটিকে 'ভিকট্রি' চিহ্ন মনে করা হয়। 

আবার কিছুজনের মত যে, ঘড়িতে ১০:১০ বাজলে সেটিকে দূর থেকে দেখলে মনে হয় ঘড়ি হাসছে। সেই কারণে এই সময়টি বেঁছে নেওয়া হয়েছে।

অনেকের মত হিরোশিমায় যখন বোম ফেলা হয়েছিল, তখন ঘড়িতে ১০:১০ বাজছিল। তাই ঘড়িতে এই সময় দেখা যায়। 

টাইম্যক্স ব্র্যান্ড এই প্রচলনকে মানেনি। তারা ৮:২০- তে সব ঘড়ি সেট করেছিল। কিন্তু পরে তারা ১০টা ৯মিনিট ৩৬ সেকেন্ডে সময় সেট করতে বাধ্য হয়। 

অনেক কোম্পানি তাদের লোগো ভাল ভাবে দেখতে পাওয়ার জন্যেও এই সময়টি সেট করে থাকেন। 

আবার কিছু মানুষ মনে করেন যে, ১০:১০-এ ঘড়ির সময় সেট করা থাকলে তা ঘড়িটি দেখার ক্ষেত্রে সুবিধা হয়। 

এত যুক্তি থাকলেও, আজ অবধি কোনও একটিও যুক্তি মানুষের কাছে গ্রাহ্য হয়নি।