BY- Aajtak Bangla

AC সবসময় সাদা রঙের হয় কেন? জানুন আসল কারণ 

18  April  2024

মারাত্মক গরমে এসি ছাড়া গতি নেই। গরম থেকে রেহাই পেতে এসিই ভরসা।

গরম থেকে বাঁচতে অনেকেই ঘরে এসি লাগিয়েছেন। অফিসে তো রয়েইছে এসি।

একটা জিনিস লক্ষ্য করেছেন, এসির রং সবসময় সাদা হয়।

এমনকি, এসির আউটডোর ইউনিটও সবসময় সাদা রঙের দেখতে হয়। কেন জানেন...

এসির কাজ হল, ঠান্ডা বাতাস সরবরাহ করা। অর্থাৎ, গরম বাতাস টেনে নেয়। 

সাদা রং তাপ শুষে নেয়। তাই সাদা রং করা হয় এসিতে। এতে এসির কম্প্রেসার গরম হয় না।

এসির আউটডোর ইউনিট বাইরে লাগানো থাকে। রোদ-জল লাগে। তাই সাদা রঙের করা হয়।

তবে নির্দিষ্ট সময় অন্তর এসি সার্ভিসিং করা উচিত, তা না হলে এসি খারাপ হতে পারে।