17 APRIL 2025
BY- Aajtak Bangla
যে কোনও নতুন ঘড়িতে ১০টা ১০ বেজে থাকে। এর পিছনে কী কারণ রয়েছে? জানলে অবাক হবেন।
এমন অনেক প্রশ্ন আছে যেগুলি নিয়ে আমরা ভাবনাচিন্তাই করি না।
দেখবেন শোরুমে দেয়াল ঘড়ি বা হাত ঘড়িতে সবসময় ১০টা বেজে ১০ মিনিট দেখায়।
কিন্তু কেন জানেন? এর নেপথ্যে রয়েছে অবাক করা কারণ।
এর পিছনে অনেক জায়গায় অনেক যুক্তি রয়েছে। এর মধ্যে একটি হল ঘড়ির কাঁটা যখন ১০টা ১০ বেজে থাকে তখন কাঁটাটি ‘V’ চিহ্ন তৈরি করে, যা বিজয়ের প্রতীক।
এর আরেকটি কারণ হল, ১০টা ১০ সময় রাখেন, এর কারণ প্রস্তুতকারকেরা তাদের নাম ১২ টা সময়ের নীচে লেখেন।
এর ফলে নির্মাতাদের নাম চোখে পড়ে এবং তাঁরা ঘড়িটি কেনার সিদ্ধান্ত নেন।
বিশেষজ্ঞদের একাংশের মতে কোম্পানির বিপণনের জন্যই ঘড়িতে সময় ১০:১০ করা হয়েছে।
এবার থেকে আপনিও ঘড়ি কিনলে মিলিয়ে দেখতে ভুলবেন না।