05 June, 2023
BY- Aajtak Bangla
কোনও সম্পর্ক শুরু হওয়ার আগে অনেকেই এখন কফি ডেটে যান। এক কাপ গরম বা ঠান্ডা কফির কাপে চুমুক দিয়ে শুরু হয় একে-অপরকে চেনা-জানার পালা।
তবে সম্পর্ক শুরু আগে কেন কফি ডেট জরুরি সে বিষয়ে জেনে নিন।
কফি ডেটের আসল সৌন্দর্যই হল এটা খুব ক্যাজুয়াল আর চাপমুক্ত একটা ডেট হয়ে থাকে। দুজন আলাদা মানুষ কফি খেতে খেতে নিশ্চিন্তে গল্প জমান।
কফি শপগুলিতে আপনার স্বাদ ও পছন্দ অনুযায়ী আপনি কফিও পেয়ে যাবেন। আর সেই পছন্দের কফি খেতে খেতে একে-অপরকে জানা আরও সহজ হয়ে যাবে।
কফি ডেট আপনার বাজেটের মধ্যেও হয়ে যায়। যেখানে আপনি কোনও রেস্তোরাঁয় খেতে গেলে আপনার প্রচুর খরচ হয়ে যেতে পারে।
যে কোনও সময়ে কফি ডেট হতে পারে। কফি ডেটের জন্য অল্প সময়ের প্রয়োজন। যা দুজনের ক্ষেত্রেই সময় বের করা সহজ।
কারোর সঙ্গে প্রথমবার দেখা হওয়ার জন্য কফি ডেট আদর্শ। কারণ কফি শপে প্রচুর মানুষের ভিড়ে আপনি নিজেকে সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।
একটা খুব ভালো কথোপকথন শুরু হতে পারে কফি ডেটে। পছন্দের কফি খেতে খেতে ডেটিং কিন্তু দারুণ জমে যায়।
কফি ডেট স্বল্প বা দীর্ঘ সময়ের জন্য হতে পারে। আপনার যদি তাকে পছন্দ না হয় তবে খুব শীঘ্র কফি খেয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন।
একসঙ্গে কফি খেতে খেতে নিজেদের কফি খাওয়ার, প্রিয় কফি শপের অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন। এতে বন্ডিং ভাল হয়।
বর্তমানে অধিকাংশ শহর ও টাউনেই কফি শপ রয়েছে। আপনার ডেটের জন্য কোনটা সঠিক তা বেছে নিতে পারবেন সহজেই।