BY- Aajtak Bangla
11 September 2024
আমাদের চারপাশে পিঁপড়ে থাকেই। ঘরের কোণায় কিংবা বারান্দায়, আবার ঘরের দেওয়ালে খুদে এই প্রাণীদের দেখা যায়।
সাধারণত মিষ্টি জাতীয় খাবার থাকলেই পিঁপড়ে হয় বাড়িতে।
আবার ঘরের কোথাও খাবারের টুকরো পড়ে থাকলে তাতেও পিঁপড়ে হয়।
পিঁপড়েকে সামাজিক প্রাণী বলা যায়। কারণ, পিঁপড়ে কখনও একা থাকে না। দলবল নিয়ে থাকে।
পিঁপড়েদের দলে থাকে রানি পিঁপড়ে, পুরুষ পিঁপড়ে। রানি পিঁপড়ের ভূমিকা সবচেয়ে বড় হয়।
লক্ষ্য করেছেন, পিঁপড়েরা কেমন সারিবদ্ধ ভাবে একভাবে লাইন ধরে যায়। কেন জানেন?
পিঁপড়েরা যখন এক লাইন ধরে হাঁটেন সেই সময় সেখানে থাকে রানি পিঁপড়ে।
রানি পিঁপড়ে ফেরোমোন নামের একটি রাসায়নিক পদার্থ ফেলে দেয়। ওই রাসায়নিক পদার্থের গন্ধ শুঁকেই এক লাইন ধরে বাকি পিঁপড়েরা যায়।