BY- Aajtak Bangla
30 March, 2025
গত শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বিমানের গায়ে কোনো রং করা হতো না। বিমানগুলো দেখে মনে হতো যেন চকচকে রুপালি টিউব, ইতিউতি উড়ে বেড়াচ্ছে।
আর এই সাদা রঙের ওপরে থাকে কোম্পানির লোগো এবং বিমানের লেজের দিকটায় খানিকটা রঙের ছোপছাপ।
বাণিজ্যিক বিমানের প্রধান রং সাদা। এটা শুধুই স্টাইলের জন্য নয়, বরং আরও কিছু কারণ আছে।
বড় আকারের বাণিজ্যিক বিমানে ব্যবহৃত সাদা রং দ্রুত নষ্ট হয়। তবুও বিমানের জন্য সাদা রং ব্যবহার করা হয়।
বিমান উড়ান ও অবতরণের সময় গড়ে ঘণ্টায় ৮৬০ কিলোমিটার বেগে ছোটে। ফলে বাহ্যিক কিছু ক্ষয়ক্ষতি হয়, যা সাদা রংয়ে সহজে দেখা যায়।
আঁচড় শনাক্তকরণ: বিমানের রং সাদা বলেই এসব আঁচড় বা ত্রুটিগুলো সহজে শনাক্ত করা যায়, যা রক্ষণাবেক্ষণে সহায়ক।
আকাশে ওড়ার সময় বিমানের গায়ে প্রচুর পরিমাণ অতিবেগুনি রশ্মি পড়ে, যা রং দ্রুত নষ্ট করে। তবে সাদা রং গাঢ় রঙের চেয়ে ধীরে বিবর্ণ হয়।
সাদা রংয়ের কারণে উড়ন্ত বিমান সহজে দেখা যায়। ফলে পাখিরা বিমানকে সহজে দেখতে পায়, যা দুর্ঘটনা কমায়।
এয়ার ফ্রান্স প্রথমবারের মতো বিমানের গায়ে রং চড়িয়েছিল। সেই সময় থেকে সাদা রংই বিমানের প্রধান রং হয়ে উঠেছে, যা বিমানের 'পোশাক' হিসেবে পরিচিত।