BY- Aajtak Bangla

নতুন ঘড়িতে কেন সবসময় ১০টা ১০ দেখায়? অনেকেই জানেন না 

9 October  2024

ঘড়ি আমাদের নিত্যদিনের সঙ্গী। ঘড়ি ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না।

সময় মেনে কাজ করার জন্য ঘড়ি লাগেই। সে হাতঘড়ি হোক কিংবা দেওয়ার ঘড়ি।

দোকানে ঘড়ি কিনতে গিয়ে দেখেছেন, সবসময় ঘড়িতে ১০টা ১০ মিনিট বেজে রয়েছে। কিন্তু কেন?

অনেকে মনে করেন, ঘড়িতে ১০টা ১০ বেজে থাকলে কাঁটাটি ইংরেজিতে V চিহ্ন তৈরি করে, যা বিজয়ের প্রতীক।

অনেকের মতে, ১০টা ১০ মিনিট সময়টা ঘড়ি প্রস্তুতকারীরা বেছে নিয়েছেন।

আবার অনেকেই মনে করেন, ঘড়িতে ১০টা ১০ রাখা হয়, কারণ এটা বিজ্ঞাপনের কৌশল।

অনেকের মতে, হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলার ঘটনায় নিহতদের প্রতি সহানুভূতি জানাতে ঘড়িতে সবসময় ১০টা ১০ থাকে।

আবার কারও মতে, আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যখন গুলিবিদ্ধ হন, তখন তাঁর পকেটে ঘড়িতে ১০টা বেজে ১০ মিনিট দেখাচ্ছিল। সে কারণেই সব ঘড়িতে এই সময় দেখানো হয়।