BY- Aajtak Bangla
17 April, 2015
বর্তমান প্রজন্মের কাছে বয়স বড় কোনো বিষয় নয়। নারী-পুরুষ উভয়ই নিজেদের বয়সের চেয়ে ছোট কাউকে সঙ্গী হিসেবে বেছে নিতে দ্বিধা করছেন না।
নারীরা এখন সঙ্গীর প্রতি আনুগত্যের চেয়ে নিজেদের মানসিক সুখ ও সামগ্রিক মঙ্গলকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
ভারতীয় ডেটিং অ্যাপগুলোর ট্রেন্ড বলছে, নারীরা এখন আত্মবিশ্বাসী, সংবেদনশীল এবং ব্যক্তিগত সুরক্ষা দিতে সক্ষম সঙ্গীকেই বেছে নিতে চাইছেন।
আজকের নারীরা আর কেবল সামাজিক স্বীকৃতির জন্য সম্পর্ক গড়েন না। বরং স্বাধীন সিদ্ধান্ত নিয়ে সঙ্গী বাছেন।
কম বয়সী পুরুষদের সঙ্গে সম্পর্ক মানে নতুন কিছু শেখার ও জানার সুযোগ। এর ফলে সম্পর্কটি আরও প্রাণবন্ত হয়।
অনেক নারী মনে করেন, ছোট বয়সী সঙ্গীর সঙ্গে সম্পর্ক তাঁদের আরও তরুণ, উদ্যমী ও আত্মবিশ্বাসী করে তোলে।
নারীরা এখন আর পুরুষকেই একমাত্র শক্তিশালী বা সফল হিসেবে দেখতে চান না। সমতাভিত্তিক সম্পর্কেই তাঁরা স্বাচ্ছন্দ্য বোধ করেন।
অনেক নারী মনে করেন, সমবয়সী বা মধ্যবয়সী পুরুষদের সঙ্গে সম্পর্ক সমাজের চেনা রীতিনীতির মধ্যে আটকে যায়, যা তাঁদের পছন্দ নয়।
নারীরা এখন আগের তুলনায় অনেক বেশি অর্থনৈতিকভাবে স্বনির্ভর। তাই তাঁরা আর নিরাপত্তার জন্য বয়স্ক পুরুষ খোঁজেন না।