14 February, 2025
BY- Aajtak Bangla
প্রেমে পড়ার কোনও বয়স নেই। নতুন করে ভালোবাসায় পড়েছেন কবীর সুমন।
ভালোবাসার উদযাপনের এমন বসন্ত-দিনে কবিয়াল সামনে আনলেন প্রেমিকাকে।
প্রেম দিবসে এক তরুণীর সঙ্গে ছবি দিয়ে সুমন লিখেছেন,'ভ্যালেন্টাইন ২০২৫'।
সুমন জানিয়েছেন, এই ছবির তরুণী হলেন তাঁর ছাত্রী। নাম সৌমী বসুমল্লিক। শিক্ষিকতা করেন।
একটি সংবাদ মাধ্যমে সুমন বলেন,সৌমী আমার প্রাণের বন্ধু। বুড়ো হয়ে গিয়েছি। রাতে একা থাকা বারণ। যে দু-তিন জন রাতে থাকেন, তাঁদের মধ্যে একজন সৌমী।
সৌমির সঙ্গে প্রেমও করেন চুটিয়ে। কবিয়ালের কথায়,'আদর করি। চুমু খাই। নিজেকে নিয়ে হাসাহাসি করি।
এখনও তিনি বিছানায় 'সক্রিয়' বলে বছর দুয়েক আগে দাবি করেছিলেন। তবে এ দিন সুমনের বক্তব্য, আমার পুরুষাঙ্গ মনের কথা আর শোনে না।
তাঁর কথায়,'পুরুষদেরও বয়স হয়। আমার পুরুষাঙ্গ যেমন মনের কথা আর শোনে না। এটা বড়ই দুঃখের। বড়ই আফসোসের'!
প্রেম দিবসের পরিকল্পনা কী? সুমন জানান, আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। আদর করি। চুমু খাই। হাসাহাসি করি। উল্টোপাল্টা কথা হবে। গুনগুন করে গান গাইব'।
উল্লেখ্য, এখনও সাবিনা ইয়াসমিন কবীর সুমনের সহধর্মিনী। তিনি পঞ্চম স্ত্রী।