BY- Aajtak Bangla

মাছের বাজারে বড় বড় আলো ঝোলানে থাকে কেন? জানলে অবাক হবেন

28 FEB, 2025

মাছের বাজারে মাছ কিনতে আপনারা নিশ্চয় যান। সারা বাংলায় অনেক বড় বড় মাছের বাজার রয়েছে।

মাছের বাজারে একটা জিনিস আপনারা দেখেন, কিন্তু কখনও খেয়াল করেননি।

সেটা হল মাছের বাজারে বড় বড় সাদা লাইট ব্যবহার করা হয়।

কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে এই বড় বড় লাইন মাছের বাজারে ঝোলে কেন?

এই লাইট ঝোলানোর পিছনে একটা ফন্দি আছে। সেটা দারুণ।

আসলে মাছের রং রুপোলি, তাতে সাদা লাইট পড়লে আরও চকচক করে।

বড় বড় লাইটের আলোয় মাছ বেশি চকচক করে, মনে হয় টাটকা মাছ।

যাতে কাস্টমাররা চকচকে দেখেই মাছ পছন্দ করেন।

আসলে বিক্রির স্বার্থেই মাছের বাজারে বড় বড় লাইট লাগানো থাকে।