BY- Aajtak Bangla

বাস কন্ডাক্টররা আঙুলের ফাঁকে নোট রাখেন কেন? অনেকেরই অজানা

9 May 2025

যাতায়াতের জন্য অন্যতম জনপ্রিয় পরিবহণ ব্যবস্থা হল বাস।

আর বাসে উঠলেই কন্ডাক্টরকে দেখা যায়। কন্ডাক্টর ছাড়া বাস চলে না।

বাস ভাড়া কাটেন কন্ডাক্টররা। শুধু তাই নয়, যাত্রী ওঠানো-নামানোর কাজও তাঁরাই সামলান।

 তাই বাসের কন্ডাক্টরদের দায়িত্ব অনেক। .

 বাসের কন্ডাক্টরদের আঙুলের ফাঁকে গোছা গোছা নোট থাকে।

কন্ডাক্টরদের কাঁধে ব্যাগ থাকলেও হাতের আঙুলের ফাঁকে টাকার নোট রাখেন। কেন বলুন তো?

অনেক যাত্রীই বড় নোট ধরান ভাড়া দেওয়ার সময়। ফলে কন্ডাক্টরকে খুচরো করতে হয়। ।  

তাই কন্ডাক্টররা ১০, ২০, ৫০, ১০০ টাকার নোটগুলি হাতের আঙুলের ফাঁকে রেখে দেন। এতে লেনদেনে সুবিধা হয়।

অত্যন্ত পারদর্শিতার সঙ্গে নোটগুলি আঙুলের ফাঁকে রাখেন কন্ডাক্টররা।