BY- Aajtak Bangla
9 May 2025
যাতায়াতের জন্য অন্যতম জনপ্রিয় পরিবহণ ব্যবস্থা হল বাস।
আর বাসে উঠলেই কন্ডাক্টরকে দেখা যায়। কন্ডাক্টর ছাড়া বাস চলে না।
বাস ভাড়া কাটেন কন্ডাক্টররা। শুধু তাই নয়, যাত্রী ওঠানো-নামানোর কাজও তাঁরাই সামলান।
তাই বাসের কন্ডাক্টরদের দায়িত্ব অনেক। .
বাসের কন্ডাক্টরদের আঙুলের ফাঁকে গোছা গোছা নোট থাকে।
কন্ডাক্টরদের কাঁধে ব্যাগ থাকলেও হাতের আঙুলের ফাঁকে টাকার নোট রাখেন। কেন বলুন তো? ।
অনেক যাত্রীই বড় নোট ধরান ভাড়া দেওয়ার সময়। ফলে কন্ডাক্টরকে খুচরো করতে হয়। ।
তাই কন্ডাক্টররা ১০, ২০, ৫০, ১০০ টাকার নোটগুলি হাতের আঙুলের ফাঁকে রেখে দেন। এতে লেনদেনে সুবিধা হয়।
অত্যন্ত পারদর্শিতার সঙ্গে নোটগুলি আঙুলের ফাঁকে রাখেন কন্ডাক্টররা।