7 June, 2024

BY- Aajtak Bangla

মেয়েদের পেটে কেন কোনও কথা থাকে না? মহাভারতের অভিশাপ

অনেককেই বলতে শোনা যায়, মহিলারা কোনও কথা গোপন রাখতে পারেন না। তাঁদের পেটে কোনও কথা হজম হয় না।

মহিলারা কেন পেটে কথা রাখতে পারেন না? এটা নিয়ে রয়েছে একটি পৌরাণিক কাহিনি।

মহাভারতের একটি কাহিনি আছে।  যুধিষ্ঠির মহিলা জাতিকে অভিশাপ দিয়েছিলেন যে তাঁরা কিছু গোপন রাখতে পারবেন না।

কেন যুধিষ্ঠির এমন অভিশাপ দিলেন? মহাভারতের ঘটনা বোঝা দরকার।

মহাভারত যুদ্ধ শেষ হওয়ার পর কুন্তী কর্ণকে কোলে নিয়ে কাঁদছিলেন। ঠিক তখনই পাণ্ডবরা সেখানে পৌঁছে যান।

 যুধিষ্ঠির কুন্তীকে জিজ্ঞাসা করলেন কেন তিনি শত্রুর মৃত্যুতে ফুঁপিয়ে কাঁদছেন? কুন্তী জানালেন, কর্ণ তাঁর নিজের পুত্র।

কুন্তী পাণ্ডবদের বলেছিলেন ঋষি দূর্বাসা বর দিয়েছিলেন। যাঁকে চাইবেন তাঁর থেকে পুত্র লাভ করবেন।

সেই সময় কুন্তী বর পরীক্ষা করতে গিয়ে সূর্যদেবকে আবাহন করেছিলেন। যার থেকে কর্ণের জন্ম হয়। লোকলজ্জার ভয়ে পুত্রকে নদীতে ভাসিয়ে দেন।

কুন্তী এত বড় সত্য সবার থেকে গোপন রাখলেন? কর্ণকে সারা জীবন অপমান সহ্য করতে হয়েছে। 

কর্ণের শেষকৃত্য সম্পন্ন করার পর যুধিষ্ঠির ক্রুদ্ধ হয়ে সমগ্র নারী জাতিকে অভিশাপ দেন তাঁরা কিছুই গোপন করতে পারবেন না।