15 JANUARY 2025

BY- Aajtak Bangla

টুপির মাথায় থাকে বোতাম, কী কারণ? অনেক জিনিয়াসও জানে না

যে কোনও প্রতিযোগীতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে সাধারণ জ্ঞান জানা জরুরি। যে কোনও চাকরি পরীক্ষায় অদ্ভূত ধরনের সব প্রশ্ন থাকে, যার উত্তর অনেকেরই অজানা।

এমন প্রশ্নগুলির উত্তর কী হবে তা অনেকেই জানে না। তেমনই একটি প্রশ্ন হল টুপির ওপর একটি বোতাম থাকে। এটি কেন থাকে? কেউ কোনওদিন ভেবে দেখেনি।

গরমে বা রোদ থেকে বাঁচতে এমনকি শীতের ঠান্ডাতেও টুপি মাথা ও চোখকে রক্ষা করে। টুপি পরলে দেখতেও বেশ স্টাইলিশ লাগে।

টুপি তো ব্যবহার করেন, কিন্তু টুপির ওপরে বোতাম থাকার কী কারণ? না থাকলেই বা কী হত?

যে টুপিগুলির উপরে বোতাম থাকে তাকে বলা হয় 'বেসবল ক্যাপ'। 

বোতাম থাকার কারণ হল যখন কাপড় থেকে কিছু তৈরি করা হয়, তখন কাপড়গুলি বিভিন্ন আকারে কেটে জিনিসগুলিতে ব্যবহার করা হয়। 

টুপির ক্ষেত্রে এটাই হয়। ছিট কাপড়ের শেষ অংশটা মাঝখানে গিয়ে জটলা পাকে। ওই জায়গায় সেলাই করলে দেখতে খারাপ লাগে, তাই উপরে একটি বোতাম রাখা হয়।