28 August 2024
BY- Aajtak Bangla
আমাদের চারপাশে বিড়াল দেখা যায়। পোষ্য হিসাবেও বিড়াল অনেকের প্রিয়।
হিন্দু ধর্মে বিড়ালের আলাদা গুরুত্ব রয়েছে।
আমরা হামেশাই বলে থাকি যে, বাঘের মাসি হল বিড়াল।
বিড়ালকে কেন বাঘের মাসি বলা হয়? জেনে নিন...
আমরা বলে থাকি যে বিড়াল বাঘের মাসি। তবে আদতে তা নয়।
আসলে বাঘের শারীরিক এবং জেনেটিক মিল রয়েছে বিড়ালের সঙ্গে।
অনেকে বলে থাকেন, বাঘের মতোই চতুর বিড়াল। বাঘ যেমন লাফায়, বিড়ালও লাফাতে পারে।
বাঘের সঙ্গে বিড়ালের তাই মিল রয়েছে অনেক ক্ষেত্রে। আর সে কারণেই বলা হয় বিড়াল বাঘের মাসি।