14 March, 2025
BY- Aajtak Bangla
কুকুর-বেড়ালের কাঁদাকে অনেকেই অশুভ বলে চিহ্নিত করে থাকেন।
প্রায়শই দেখা যায়, নির্জন দুপুরে বা রাতের অন্ধকারে বেড়াল কেঁদে কেঁদে বেড়ায়।
নির্জন স্থানে বেড়ালের কান্না শুনে অনেকেরই বুক কেঁপে ওঠে। কিন্তু অনেকেই হয়ত জানেন না, এই বেড়ালের কান্নার অর্থ কী?
প্রথম জানতে হবে, বিড়াল কি সত্যিই কাঁদে? মানে যে ডাককে আমরা কান্না বলে মনে করি, সেটি আসলেই কি বেড়ালের কান্নার শব্দ? ।
অনেকেই মনে করেন খারাপ কিছু ঘটার আগে বেড়াল কাঁদে। ।
কেউ, কেউ আবার ভাবেন, বেড়ালের কান্নার শব্দ আসলে রাতের বেলা কোনও অশরীরির উপস্থিতির ইঙ্গিত পেলে ঘটে।
যদিও প্রাথমিক ভাবে মনে করা হয়, বেড়ালের কান্না অত্যন্ত অশুভ। মনে করা হয়, এই ঘটনা যদি কোনও বাড়িতে ঘটে, তা হলে বাড়ির লোকেদের জীবনে কোনও একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
বেড়াল ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত দেয় বলেও অনেকে মনে করেন।
তবে বিজ্ঞান বলছে খিদের চোটে, মনোযোগ টানতে, শারীরিক সমস্যা, বয়স হয়ে গেলে এবং এক পরিবেশ থেকে অন্য পরিবেশে গেলে বেড়াল কাঁদতে পারে।