BY- Aajtak Bangla

বিড়াল কীভাবে বাঘের মাসি হল? সত্যিটা বহু মানুষই জানেন না

11 FEB 2025

আমাদের চারপাশে বিড়াল থাকে। বিড়াল আবার অনেকের খুব প্রিয়।

বিড়ালকে অনেকেেই পোষ্য হিসাবে বাড়িতে রাখেন। 

আমরা সকলেই প্রায় বলি যে, বিড়াল হল বাঘের মাসি।

কিন্তু বিড়ালকে কেন বাঘের মাসি বলা হয়? জানেন কি... .

বিড়াল কিন্তু আদতে বাঘের মাসি নয়।

আসলে বাঘের শারীরিক এবং জেনেটিক মিল রয়েছে বিড়ালের সঙ্গে।

অনেকে বলেন, বাঘের মতোই চতুর বিড়াল। বাঘ যেমন লাফায়, বিড়ালও তেমন লাফায়। ।  

বিড়ালের সঙ্গে তাই বাঘের মিলও রয়েছে। এই কারণেই বিড়ালকে বাঘের মাসি বলা হয়।