1 February, 2025

BY- Aajtak Bangla

ভারতে উৎসবেই কেন বাড়ে কন্ডোমের চাহিদা? জানুন ৫ কারণ

  উৎসবের মরসুমে এলেই বেড়ে যায় কন্ডোম বিক্রি। সেটা বহুগুণ।

একটি খবর অনুযায়ী বিক্রেতারা বলছেন, উৎসবে ২৫-৫০% বেড়ে যায় কন্ডোম বিক্রি।

কেন এই সময় কন্ডোম বিক্রি  বেড়ে যায়, জানলে অবাক হয়ে যাবেন।  

নবরাত্রির সময় কন্ডোম বিক্রি বাড়ে গুজরাত ও উত্তরের নানা রাজ্যে কন্ডোমের বিক্রি বাড়া চমকপ্রদ।

বিক্রেতারা বলছেন, কন্ডোম তো ফেসক্রিম নয় যে বিজ্ঞাপন দিয়ে সেল বাড়বে। এটা এখন মানুষের দরকারি জিনিস।

বিশেষজ্ঞরা বলছেন, কন্ডোম নিয়ে আর আগের মতো ভয় বা লজ্জা নেই। তাই সহজেই কিনতে পারেন সকলে।

উৎসবে টানা ছুটি থাকে। কর্মব্যস্ততা থেকে নিস্তার পেয়ে সকলেই ভালো সময় কাটাতে চান।

নতুন প্রজন্মের বিয়ের আগে ঘনিষ্ঠতা নিয়ে কোনও ছুৎমার্গ নেই। ফলে কলেজ পড়ুয়ারাও কিনছেন কন্ডোম।

নতুন প্রজন্ম স্বাস্থ্যের সঙ্গে আপোস করতে চায় না। তাই নিরাপদ থাকার জন্য কমবয়সীরাই বেশি কন্ডোম ব্যবহার করছেন।

এই সময় বিভিন্ন জায়গায় কন্ডোমে আকর্ষণীয় অফারও থাকে। সেটাও বিক্রির কারণ।