9 January, 2025

BY- Aajtak Bangla

বর্ষবরণের রাতে ভারতে কন্ডোম অর্ডারের হিড়িক, সংখ্যাটা জানলে মাথা ঘুরবে

  বর্ষবরণ মানেই পার্টি। আর সেই আনন্দের দিনেই লক্ষ লক্ষ কন্ডোমের অনলাইন অর্ডার দিয়েছেন ভারতীয়রা। 

বর্ষবরণের রাতে মানে ৩১ জানুয়ারি কত টাকার কন্ডোম বিক্রি হয়েছিল, সেই পরিসংখ্যান দিল একটি ই-কমার্স সংস্থা। তা দেখলে চক্ষু চড়়কগাছ হবে।

এই ই-কমার্স সংস্থার অ্যাপে অর্ডার করলেই ১০ মিনিটেই সব পাওয়া যায়। সংস্থার কর্তা জানিয়েছেন, বর্ষবরণের রাতে ঠিক কত কন্ডোম বিকিয়েছে।

সংস্থার সিইও অলবিন্দর ধিন্ডসা জানিয়েছেন,সবচেয়ে বড় অর্ডার ঢুকেছিল কলকাতা থেকে। ৬৪,৯৮৮ টাকার জিনিসপত্র ডেলিভারি করেছে তাঁর সংস্থা।

বর্ষবরণে শুধু খাবার, কোল্ড ড্রিঙ্কসই নয়, প্রচুর পরিমাণে কন্ডোম অর্ডার করেছেন ভারতীয়রা।

৩১ তারিখ অর্ডার করা হয়েছিল কনডোম অর্ডার করা হয়েছে ১ লক্ষ ২২ হাজার ৩৫৬ প্যাকেট। রাত ১০টার আগেই সেগুলি ডেলিভারি দেওয়া হয়েছে।

২,৪৩৪টি হজমের ওষুধের প্যাকেট অর্ডার করেছেন ভারতীয়রা।

আলু ভুজিয়া অর্ডার করা হয়এছিল ২ লক্ষ ৩৪ হাজার ৫১২ প্যাকেট।

লাইটার ৭৩২টি। ১০০৩টি লিপস্টিক অর্ডার করা হয়েছিল।

এছাড়া ৬,৮৩৪ প্যাকেট আইসকিউব অর্ডার দেওয়া হয়েছিল অনলাইনে।