BY- Aajtak Bangla

এই কারণেই ফেব্রুয়ারিতে হু হু করে বাড়ে কন্ডোমের বিক্রি, জানেন?

4 Feb 2025

উৎসবের মরসুমে কন্ডোমের বিক্রি অনেকটাই বেড়ে যায়। এটা সকলেই জানেন।   

উৎসবে ২৫-৫০% বেড়ে যায় কন্ডোম বিক্রি।

HIV সংক্রমণ ঠেকায় কন্ডোম। এডসের মতো রোগের হাত থেকে রেহাই পেতে কন্ডোম ব্যবহার আবশ্যক।

উৎসবের পাশাপাশি ফেব্রুয়ারি মাসেও অনেকগুণ বেড়ে যায় কন্ডোমের বিক্রি। ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো ছাড়া আর কোনও বড় উৎসব থাকে না। তবে কেন বাড়ে কন্ডোমের বিক্রি?   

ভুলে গেলে চলবে না ফেব্রুয়ারি মাস আসলে প্রেমের মাস।  বসন্তের আগমনে প্রেম জেগে ওঠে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে।   .

১৪ ফেব্রুয়ারি সারা বিশ্বে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়। ফলে সেদিন বেশিরভাগ প্রেমিক-প্রেমিকাই একান্তে সময় কাটাতে চান।  . .

আর এই কারণেই বেড়ে যায় কন্ডোমের বিক্রি। সুরক্ষিত যৌন সম্পর্ক সব সময়ই স্বাস্থ্যকর। ফলে কন্ডোমের বিক্রি বেড়ে যাওয়া আসলে সচেতনতা বৃদ্ধির লক্ষণ।  . .

কিছুদিনের মধ্যেই আসছে ভালবাসার সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি চলবে এই সপ্তাহ। ফলে এই সময় কন্ডোমের বিক্রি বাড়বে বলে মনে করা হচ্ছে।