4 JAN, 2025

BY- Aajtak Bangla

কন্ডোম বিক্রি বছরের অন্য সময়ের চেয়ে শীতকালে বেশি হয়, কেন জানেন? 

সাধারণত, প্রতি বছর শীতের মরশুমে নানা জিনিসের চাহিদা বাড়ে। এই সময়ে লোকেরা প্রচুর কেনাকাটা করে।

আপনি কি জানেন যে শীতকালে কন্ডোমের বিক্রিও বহুগুণ বেড়ে যায়। 

এই সময় কন্ডোমের বিক্রি ২৫ থেকে ৫০ শতাংশ বেড়ে যায়। এই বৃদ্ধির হার বিভিন্ন রাজ্যে বিভিন্ন।

এর পিছনে অনেকগুলি কারণো রয়েছে। সেই কারণগুলিই আমরা আজ জানব।

কন্ডোমের বিক্রি বৃদ্ধির কারণ নিয়ে আলোচনা করলে দেখা যায় যে, এর মধ্যে প্রচুর বিক্রি হয় আকর্ষণীয় অফার ও উপহারের নামে।

উৎসবের মরশুমে কন্ডোম বিক্রির উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড করা হয়।

বেশিরভাগ কোম্পানিই উৎসবের মরশুমে কন্ডোমের ওপর বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে।

যার কারণে মানুষ এগুলো বিপুল পরিমাণে কিনে নেয়।

খেয়াল করে দেখুন শীতকালে বিয়ে বেড়ে যায়।

শীতের মরশুমকে বিয়ের মরশুমও বলা হয়।

সদ্য বিবাহিত দম্পত্তিরা বিয়ের পরেই সন্তান নেওয়ার পরিকল্পনা করেন না।

তাই তাঁরা প্রচুর পরিমাণে কন্ডোমের ব্যবহার করেন। সেই কারণেও শীতে কন্ডোমের বিক্রি বেড়ে যায়।