BY- Aajtak Bangla

মেয়েরা কেন বাবাদের বেশি কাছের হয়? শিক্ষিতরাও জানেন না এর কারণ

9 October, 2024

মা-বাবা মানেই জগতের সবচেয়ে নির্ভরযোগ্য দুটি মানুষ। তাঁদের ভালোবাসায় থাকে না কোনও খামতি।

সবটা উজাড় করে ভালোবাসা বোধহয় শুধু বাবা-মায়ের পক্ষেই সম্ভব।

সন্তান মাত্রেই মা-বাবার প্রিয় হবে এটা তো জানা কথাই। তবে বাবারা কন্যাসন্তানের প্রতি একটু বেশি দুর্বল হন।

মেয়েদের সব আবদার-অভিযোগ সবই তার বাবাকে ঘিরে। বাবা মানে যেন মেয়েদের কাছে একটা পুরো আকাশ।

বাবা শব্দটি খুব ছোট হলেও তাঁর মতো নির্ভরতার আধার আর হয় না।

মেয়েদের কাছে তার বাবাই সর্বশ্রেষ্ঠ মানুষ। বাবার স্নেহ ও নিঃশর্ত ভালবাসা তুলনাহীন।

এক গবেষণায় পাওয়া গিয়েছে, ছেলেসন্তানের বাবারা ছেলের প্রতি যতটুকু মনোযোগী ও যত্নবান, তার চেয়ে বেশি মনোযোগী ও যত্নবান মেয়েসন্তানের বাবারা মেয়ের ক্ষেত্রে।

গবেষকেরা বলছেন, কারণটা সম্ভবত এই যে ছেলের তুলনায় মেয়ের অনুভূতি বাবা বেশি অনুভব করতে পারেন।

গবেষকেরা দেখেছেন, শিশু যদি কাঁদে বা ‘বাবা’ বলে ডাক দেয়, তাহলে মেয়েশিশুর বাবার সাড়া দ্রুততর হয়।

গবেষকরা দেখেছেন , কন্যা সন্তানের সঙ্গে যোগাযোগ করার সময় বাবার মস্তিষ্কে ভিন্নভাবে প্রতিক্রিয়া করে।

সেই কারণে ছোট থেকে বড় হওয়ার পরও মেয়েদের বাবার প্রতি টান বরাবরাই থাকে।

এমনকী স্বামীর মধ্যেও মেয়েরা তাদের বাবাকেই খোঁজেন।

আর তাই মায়ের চেয়েও মেয়েরা বাবার প্রতি বেশি টান ও ভালোবাসা অনুভব করেন।