প্লেনের জানালায় ছোট্ট ছিদ্র থাকে কেন? জানলে চমকে যাবেন!

BY- Aajtak Bangla

09 March, 2025

প্লেনের জানালায় ছোট্ট ছিদ্রটা কি কখনও খেয়াল করেছেন? জানেন কেন থাকে? জানলে চমকে যাবেন!

প্লেনের জানালা কিন্তু আসলে তিনটে স্তরের হয় — বাইরের, মাঝের আর ভেতরের।

এই ছোট্ট ছিদ্রটা থাকে মাঝের জানালায়। একে বলে 'ব্রিদিং হোল' বা 'ব্লিড হোল'।

প্লেন যখন আকাশে ওঠে, তখন বাইরের বায়ুচাপ অনেক কমে যায়। ভেতরের চাপ থাকে বেশি।

এই চাপের ভারসাম্য রক্ষা করতেই মাঝের স্তরের ছিদ্রটা কাজ করে।

ছিদ্রটা বাইরের জানালায় চাপ কমায়, যাতে সেটায় বেশি টান না পড়ে।

তাছাড়া এই ছিদ্র জানালার কুয়াশা বা জলীয় বাষ্প জমতেও বাধা দেয়।

প্লেনের নিরাপত্তার জন্যও এই ছিদ্র খুব জরুরি। জানালার ফাটল রোধ করে এটা।

এই ছোট্ট ছিদ্রের জন্যই প্লেনের জানালা অনেক শক্ত থাকে এবং ভিতরে আরামদায়ক বায়ুচাপ বজায় থাকে। তবে সব অত্যাধুনিক বিমানের জানলায় এটি না-ও থাকতে পারে।