10 October, 2023

BY- Aajtak Bangla

কেন শরৎকালের ষষ্ঠীতেই দেবীর বোধন হয়? জানুন পৌরাণিক কথা 

পুজো চলে এলো। মহালয়া আর কিছু দিনের মধ্যেই। মহালয়া চলে আসা মানে পুজো শুরু হয়ে যাওয়া। 

এ বছর মহাষষ্ঠী ২০ অক্টোবরে পড়েছে, অর্থাৎ শুক্রবার। এ দিনই হবে দেবীর বোধন। দেবীর বোধন মানে হচ্ছে দেবীকে জাগানো। 

মহাষষ্ঠীর দিনই কেন বোধন করা হয় জানেন? 

শরৎকালে দুর্গা পুজো হয়। সেই সময়ই দক্ষিণায়ন চলে। দেবলোকে দক্ষিণায়ন মানে রাত্রি। এই সময়ে দেবতারাও ঘুমিয়ে থাকে। 

সেই কারণেই বোধনের মাধ্যমে দেবীকে ঘুম থেকে তোলা হয়। 

বোধন কীভাবে হয়েছিল সেটারও একটি ইতিহাস আছে। রাম-রাবণের যুদ্ধের সময় রাম দেবীদুর্গার বোধন করেছিলেন। 

কিন্তু রাবণ দেবীদুর্গার উপাসক। তাই দেবী দুর্গা রাবণকেই যুদ্ধে রক্ষা করবেন। তাহলে রাম রাবণকে কীভাবে বধ করবেন?

সেই কারণেই রাম দেবীদুর্গার বোধন করেন যাতে তিনি রামকে সাহায্য করেন রাবণবধ করতে। সেই বোধন হয়েছিল শরৎকালে। 

কথিত আছে রাজা সুরথ বিশ্বে প্রথম দুর্গাপুজো শুরু করেন। সেটা ছিল বসন্তকালে। তারপর রাবণও বসন্তকালে দেবীর পুজো করেন। তাই দেবীদুর্গার আর এক নাম বাসন্তী। 

কিন্তু সেই প্রথা রাম ভেঙে দেন। তিনি দেবীর বোধন করেন শরৎকালে। শরৎকাল পুজোর জন্য শুদ্ধ সময় নয় বলে এই বোধন "অকালবোধন" নামে পরিচয় পেল।

সেই প্রথা এখনও চলে আসছে। শরৎকালেই দেবীদুর্গার বোধন ও পুজো হয়।